ওড়না না পড়ায় চার বছরের মেয়েকে হত্যা


প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৩ অক্টোবর ২০১৫

মাথায় ওড়না না দিয়ে বাবার সঙ্গে খেতে বসেছিলো চার বছর বয়সী শিশু-কন্যা ফারহিন। এই অপরাধে তাকে পরিবারের সবার সামনে পিটিয়ে হত্যা করলো পাষণ্ড পিতা। শুক্রবার নৃশংস এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ভোগিপুরা এলাকার মামাউরা গ্রামে।

বাবা যে মাথায় কিছু জড়িয়ে খেতে বসতে বলেছিলো সে কথা মনেই ছিল না ফারহিনের। এই ‘অপরাধে’ খাবারের থালা পা দিয়ে দূরে ঠেলে, মায়ের পাশ থেকে তাকে টেনে-হিঁচড়ে তুলে এনে বাড়ির আঙ্গিনায় চার বছরের শিশু-কন্যাকে পিটাতে থাকে জাফর। প্রতিবেশিরা এসে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। স্ত্রী বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারপিট করেন তিনি। পরে আহত অবস্থায় মারা যায় শিশু ফারহিন।

এ ঘটনার পর জাফরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী নায়িম। মেয়েকে খুনের অভিযোগে পুলিশ জাফরকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।