দেশে লোডশেডিং বলে কিছু নেই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৩ অক্টোবর ২০১৫

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, লোডশেডিং বলে কোনো শব্দ বাংলাদেশে নেই। পাশাপাশি বিদ্যুৎ ঘাটতিও নেই। সাব স্টেশনের কারণে যেটুক ঘাটতি হচ্ছে তা দুই মাসের মধ্যে সমাধান হবে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর শহরে রাজলংকা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

আগামী তিন বছরের মাথায় পল্লী বিদ্যুতায়ন পর্যায়ে ৯০ শতাংশ জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, ২০২১ সালের মধ্যে বিতরণ পর্যায়ে ৮০ ভাগ এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাবে। অবশিষ্ট ২০ ভাগ সোলার এবং নবায়ণযোগ্য বিদ্যুৎ দ্বারা পূরণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আগেও বলেছি, আবাসিক খাতে আমরা কোনো গ্যাস দিবো না। এ গ্যাস আবাসিক খাতে ব্যবহার করা মানে ওয়েস্টেজ অব এনার্জি (জ্বালানির অপচয়)।

তিনি বলেন, আমরা আবাসিক খাতে এলপিজি ব্যবহার করবো। ইন্ড্রাস্টি (কারখানা) খাতে পরিকল্পিত ইন্ডাস্ট্রি জোনে অবশ্যই আমরা গ্যাস দেব।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ দারা, শফিকুল ইসলাম শিমুল, রাজলংকা পাওয়ার কোম্পানির কান্ট্রি ডিরেক্টর ধামাক্কা, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী প্রমুখ।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।