২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের দেওয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করছে সফরকারী পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৩ রান।
এর আগে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে চিবাবা আর চিকম্বুরার অর্ধশতকের উপর ভর করে ২৭৬ রান করে স্বাগতিক জিম্বাবুয়ে। তবে ব্যাট করতে নেমে শুরুতেই মাসাকাদজার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। পরে দ্বিতীয় উইকেট জুটিতে ব্রাইন চারীকে সাথে নিয়ে ৯১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন চিবাবা।
এরপর দ্রুত চারী (৩৯) ও উইলিয়ামসন (১০) বিদায় নিলেও চিবাবা তুলে নেন ক্যারিয়ারের চৌদ্দতম অর্ধশত। শেষ দিকে অধিনায়ক চিকম্বুরার ৫৫ বলে ৬৭ রান করলে ২৭৬ রানের লড়াই করার ইনিংস গড়ে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান আসে চিবাবার ব্যাট থেকে।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৩১ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে সফরকারী পাকিস্তান।
এমআর