মাছ কেনা হলো না শাহজাহানের


প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৩ অক্টোবর ২০১৫

বরিশালের মুলাদী উপজেলার নয়া ভাঙ্গুলী নদী থেকে শাজাহান চৌকিদার নামে (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দুইটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।শাজাহান চৌকিদার উপজেলার শ্রীমতি গ্রামের হাকিম উদ্দিন চৌকিদারের ছেলে।

মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জাগো নিউজকে জানান, গত শুক্রবার রাতে শাজাহান ও নাসির নদী সাতরে অপর তীরে কমমূল্যে ইলিশ মাছ কিনতে যান। নাসির তীরে উঠতে সক্ষম হলেও শাজাহান নিখোঁজ হন।
 
শনিবার দুপুরে শ্রিমতী গ্রাম সংলগ্ন নয়া ভাঙ্গুলী নদী থেকে ভাসমান অবস্থায় শাজাহানের মৃতদেহ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সাইফ আমীন/এমজেড/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।