চৌমুহনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ১০:২১ এএম, ০৩ অক্টোবর ২০১৫

নোয়াখালী জেলার চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের পাশে সড়ক ও জনপথ অধিদফতরের সম্পত্তির উপর অবৈধভাবে নির্মিত বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)  অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।     

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদফতরের নোয়াখালী নিবার্হী প্রকৌশলী জাহেদ হোসেন, উপ-বিভীগীয় প্রকৌশলী পিন্টু চাকমা, সড়ক জনপথ অধিদফতরের কর্মীরা ও পুলিশ প্রশাসনের কর্মকতারাসহ অনেকেই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম জাগো নিউজকে জানান,পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি ভূমি অবৈধভাব দখল যারা দোকান-পাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে তা উচ্ছেদ করা হবে।

মিজানুর রহমান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।