সংখ্যালঘুদের জন্য বর্তমান সরকার ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে
বর্তমান সরকারের কিছু এমপি মন্ত্রীদের লুণ্ঠন, দখলদারিত্ব ও সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর কারণেই তাদের (সংখ্যালঘু) কাছে ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত রামুতে সাম্প্রদায়িক সহিংসতার তিন বছর পূর্তি উপলক্ষে রাজনীতিতে সাম্প্রদায়িকতার ব্যবহার: প্রেক্ষিতে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সামাজিক ও সাংস্কৃতিক উপাদান ব্যবহার করে দখল লুণ্ঠনের জায়গা তৈরি করা হয়েছে আর এর সাথে জড়িত রয়েছে সরকরি ও বিরোধী দলের নেতাকর্মীরা ।
আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের দ্বারা সাম্প্রদায়িক সমস্যার সমাধান সম্ভব হবে না। তারা ধর্মনিরপেক্ষ দাবি করলেও তা লোক দেখানো ।
তিনি বলেন, রামুতে সংগঠিত সাম্প্রদায়িক হামলার সাথে ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এজন্য সরকার এ ঘটনার সুষ্ঠু বিচার করছে না। এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটাবেই। কেননা এই সরকার সাম্প্রদায়িকতার উপরে ভর করেই ক্ষমতা চিরস্থায়ী করবে।
একই অনুষ্ঠানে গণসংসতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য সরকারের জঙ্গি প্রয়োজন। তাই জঙ্গি দমন ইস্যুকে সরকার রজনীতিতে যত্র তত্র ব্যাবহার করছে।
তিনি বলেন, তথ্যমন্ত্রী বলেছেন দেশে জঙ্গি আছে অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে কোন জঙ্গি নেই এমন খবরে দেশের মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। জঙ্গি ইস্যুকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই লাভবান হচ্ছে বলেও মন্তব্য করেন জোনায়েদ সাকি।
ঢাকা বিশ্বাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান, প্রথম আলোর সাংবাদিক সোহরাব হোসেন প্রমুখ।
আএসএস/এসকেডি/আরআইপি