নকলায় বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী


প্রকাশিত: ১০:৫৭ পিএম, ২৭ জুন ২০১৪

শেরপুর জেলার নকলা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী ওরফে মুনির চৌধুরী। মাহবুব আলী চৌধুরী হেলিকাপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৩২০ ভোট এবং নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মুনির হোসেন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ১৪৫ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সারোয়ার আলম তালুকদার চশমা প্রতীক নিয়ে ২২ হাজার ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত দেওয়ান কহিনুর পদ্মফুল প্রতীক নিয়ে ২৭ হাজার ১৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

২৬ জুন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় জেলা প্রশাসন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেয়। নির্বাচনে র্যাব-পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনীর তত্পরতা ছিল লক্ষ্য করার মতো। তবে নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। ভোটারদের অভিযোগ এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গণসংযোগ কম করায় এবং ভোটারদের উদ্বুদ্ধ না করায় ভোটার উপস্থিতি কম। আবার অনেকেই গণ্ডগোল হবে এ আশঙ্কায় ভোট কেন্দ্রে আসেননি। সকালে ভোটার উপস্থিতি একেবারেই কম থাকলেও দুপুরের পর ভোটরের উপস্থিতি কিছুটা বেড়ে যায়।

নকলা উপজেলায় মোট ভোটার ছিল এক লাখ ৩২ হাজার ৬০৪ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বনি্দ্বতা করেন। চেয়ারম্যান পদে বিএনপির দুইজন বিদ্রোহী ও আওয়ামী লীগের তিনজন বিদ্রোহী প্রার্থী ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।