গুয়াতেমালায় ভূমিধস : নিহত ৩০
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ভূমিধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৬০০ জন। বৃহস্পতিবার দেশটির রাজধানীর কাছে একটি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। খবর ইয়াহু নিউজের।
ভূমিধসের পর অন্তত পাঁচ শতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। গুয়েতমালা শহর থেকে ১৫ কিলোমিটার পূর্বের শান্তা ক্যাটারিনা পিনুলা শহরের ই১ ক্যামব্রেই২ নামের একটি গ্রামে বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাতের কারণে ওই ভূমিধসের ঘটনা ঘটেছে।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সমন্বয়ের (সিওএনআরইডি) কমান্ডার সার্জিও ক্যাবানাস ২৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া এ দুর্ঘটনায় অন্তত ১২৫টি বাড়ি ধ্বংস হয়েছে বলে তিনি জানান।
শুক্রবার সিওএনআরইডি জানায়, ভূমিধসে অন্তত ৬০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া বিধ্বস্ত ঘর-বাড়ির নিচে আরো অনেকেই অাটকা পড়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এর আগে, গত বছর দেশটিতে বর্ষাকালে ২৯ জনের প্রাণহানি ঘটে। এছাড়া অন্তত ৯ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এসআইএস/এমএস