নববর্ষের প্রথম দিনে ৩ লাখ ৯২ হাজার শিশুর জন্ম : ইউনিসেফ
নতুন বছরের প্রথম দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৩ লাখ ৯২ হাজার শিশু জন্ম নিতে যাচ্ছে। বিশ্বের ১৯০টি দেশে এসব শিশুর জন্ম হবে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। তবে এই শিশুদের মধ্যে মাত্র ৮ হাজার ৯৩ জন জন্ম নেবে বাংলাদেশে।
ইউনিসেফের পরিসংখ্যানে বলা হয়েছে, ইংরেজি নববর্ষের প্রথম দিনে বিশ্বে ভূমিষ্ঠ হবে প্রায় ৩ লাখ ৯২ হাজার ৭৮টি শিশু। এর ১৭ শতাংশই জন্মগ্রহণ করবে ভারতে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক হেরিয়েটা ফোর বলেছেন, নতুন বছর এবং একটি নতুন দশকের শুরুটি কেবল আমাদের ভবিষ্যতের জন্য নয়; বরং যারা আমাদের উত্তরসূরী হিসেবে আসবে তাদের ভবিষ্যতের প্রতিও আমাদের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলিত করার সুযোগ।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের প্রথম শিশুটির জন্ম হবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে এবং সর্বশেষ শিশুটির জন্ম হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে নতুন বছরের প্রথম দিনে বিশ্বে যত শিশুর জন্ম হবে; তাদের অর্ধেকই ভূমিষ্ঠ হবে বিশ্বের মাত্র ৮টি দেশে।
দেশগুলো হলো :
এক. ভারত : ৬৭ হাজার ৩৮৫
দুই. চীন. ৪৬ হাজার : ২৯৯
তিন. নাইজেরিয়া : ২৬,০৩৯
চার. পাকিস্তান : ১৬ হাজার ৭৮৭
পাঁচ. ইন্দোনেশিয়া : ১৩ হাজার ২০
ছয়. যুক্তরাষ্ট্র : ১০ হাজার ৪৫২
সাত. কঙ্গো : ১০ হাজার ২৪৭
আট. ইথিওপিয়া : ৮ হাজার ৪৯৩
প্রত্যেক বছরের জানুয়ারির নববর্ষের দিনটিকে বিশ্বে শিশু জন্মদিবস হিসেবে পালন করে ইউনিসেফ। যদিও বিশ্বের লাখ লাখ নবজাতকের জন্য দিনটি শুভ হয় না।
ইউসিফের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে বিশ্বে জন্মের প্রথম মাসেই প্রাণ হারিয়েছে প্রায় ২৫ লাখ শিশু। এই শিশুদের এক তৃতীয়াংশের প্রাণ গেছে জন্মের দিনই। এই শিশুদের অধিকাংশের প্রাণ গেছে অকাল জন্ম, ভূমিষ্ঠের সময় জটিলতা এবং সেপসিসের মতো নিরাময়যোগ্য ইনফেকশনের কারণে মারা গেছে। এছাড়াও বিশ্বে প্রত্যেক বছর ২৫ লাখের বেশি শিশুর জন্ম হয় মৃত অবস্থায়।
এসআইএস/এসএ/এমকেএইচ