কাশ্মীরে ৫ মাস পর মোবাইল এসএমএস চালু
পাঁচ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার মধ্যরাত থেকে অবরুদ্ধ কাশ্মীরে মোবাইলে বার্তা আদান-প্রদান (এসএমএস) সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এছাড়া নতুন বছরে কাশ্মীরের হাসপাতালগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে। তবে সাধারণ মানুষের জন্য তা বন্ধ থাকবে।
গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সময় মোবাইলসহ সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ মানুষ যাতে একত্রিত হতে না পারে না পারে তাই এমন পদক্ষেপ, তখন এমন যুক্তিই দিয়েছিল মোদি সরকার।
কাশ্মীরে মোবাইল এসএমএসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ঘোষণা করেন বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর বিষয়ক সরকারি মুখপাত্র। তিনি জানান, গত ১০ ডিসেম্বর শিক্ষার্থী, স্কলারশিপের আবেদনকারী ও ব্যবসায়ীদের সুবিধার জন্য নির্দিষ্ট কিছু মোবাইল থেকে এসএমএস চালুর পর আজ রাত থেকে সবার জন্য এই সেবা চালু হচ্ছে।
তিনি আরও বলেন, নতুন বছরের শুরুর দিন থেকে জম্মু ও কাশ্মীরের টোল আইন ১৯৯৫ অনুযায়ী, লক্ষণপুর পোস্টে পণ্যসামগ্রী থেকে টোল-ট্যাক্স প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে টোলের বিরুদ্ধে ধর্মঘট পালন করেছিল অল জম্মু-কাশ্মীর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বিশেষ মর্যাদা রদের সময় সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে পুরো কাশ্মীরকে অবরুদ্ধ করে রাখা হয়। পাঁচ মাস ধরে অবরুদ্ধ থাকার পর কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। গতকাল সোমবার পাঁচ নেতাকে মুক্তি দেয়া হলেও এখন আটক রয়েছেন কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি।
এসএ/পিআর