মালয়েশীয় ১৬ ক্রুসহ তেলবাহী জাহাজ আটক করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯

জ্বালানি তেল চোরাকারবারি সন্দেহে ১৬ জন মালয়েশিয়ান ক্রু সদস্যসহ একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরানের ‘এলিট বাহিনী’ হিসেবে পরিচিত রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নৌ কমান্ডের সদস্যরা। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বলা হচ্ছে, সোমবার শেষ রাতের দিকে তেলবাহী ওই জাহাজটি জব্দ করা হয়।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আইআরআইবি বলছে, হরমুজ প্রণালীর পাশের আবু মুসা দ্বীপ থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে ১৩ লাখ লিটার তেলসহ চোরাকারবারিদের নামবিহিনী একটি জাহাজ জব্দ করেছে আইআরজিসির সদস্যরা। পারস্য উপসাগরের দক্ষিণের এই দ্বীপটি ইরানের নিয়ন্ত্রণে থাকলেও আমিরাত এর মালিকানা দাবি করে আসছে।

ওই অঞ্চলে আইআরজিসির নৌ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলি ওজমায়ি বলেন, ‘আটক জাহাজটি থেকে যে ১৬ ক্রু সদস্যকে গ্রেফতার করা হয়েছে, তারা সবাই মালয়েশিয়ার নাগরিক। আইআরজিসির নৌ-কমান্ডের জব্দ করা ষষ্ঠ জাহাজ এটি। এর আগে চোরাকারবারে জড়িত পাঁচটি জাহাজ জব্দ করেছি আমরা।’

রাষ্ট্রায়ত্ত ওই টেলিভিশন বলছে, গত সেপ্টেম্বরে ইরান হরমুজ প্রণালী থেকে একটি জাহাজ জব্দ করে ফিলিপাইনের ১২ নাগরিককে গ্রেফতার করেছিল। জ্বালানি তেল চোরাকারবারের সঙ্গে জড়িত সন্দেহে জাহাজটি আটক করা হয়। এরপর ১৪ জুলাই একই অভিযোগে আইআরজিসি উপসাগর থেকে আরও একটি বিদেশি ট্যাংকার আটক করে।

তারপর গত ৩১ জুলাই জ্বালানি তেল চোরাকারবারে সঙ্গে যুক্ত সন্দেহে সাত বিদেশি ক্রুসহ আরও একটি জাহাজ আটক করে ইরান। তবে ওই জহাজ কিংবা সেখান থেকে গ্রেফতার কোনো ক্রু সদস্যের জাতীয়তা আর নাম-পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি। জুলাইয়ের পর তেল ট্যাংকার আটক নিয়ে পশ্চিমা বনাম ইরান যুদ্ধাবস্থা তৈরি হয়।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।