নতুন বছরে গৃহঋণে সুদের হার কমাচ্ছে ভারতের সরকারি ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯

গৃহঋণ এবং ক্ষুদ্র ব্যবসায় সুদের হার কমানোর ঘোষণা দিয়েছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে নতুন সুদ হার কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির একটি দৈনিক বলছে, গৃহঋণ আর ক্ষুদ্র ব্যবসায় দেয়া ঋণে এসবিআই এবার সুদের হার কমাচ্ছে। বুধবার (১ জানুয়ারি ২০২০) থেকে ভারতের রাষ্ট্রীয় মালিকানীধীন এই ব্যাংকের সুদের হার কমে হচ্ছে ৭ দশমিক ৯ শতাংশ। বর্তমানে এই ব্যাংকের সুদের হার ৮ দশমিক ১৫ শতাংশ।

সোমবার এসবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবর্তিত সুদের হার ৭ দশমিক ৯ শতাংশ থেকে শুরু হচ্ছে।’ তবে নারী ঋণগ্রহীতাদের ক্ষেত্রে সুদের হার কমে ৭ দশমিক ৯ শতাংশ হলেও অন্যদের ক্ষেত্রে সেই হার হবে ৭ দশমিক ৯৫ শতাংশ।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯ মাসে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোকে দেয়া ঋণের ওপর দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) সুদের হার কমিয়েছে মোট ৫ বার। যে কারণে গৃহঋণ ও ক্ষুদ্র ব্যবসায় দেয়া ঋণের ওপর এসবিআই সুদের হার কমাতে পারছে বলে মনে করছেন দেশটির অর্থনীতি খাতের বিশেষজ্ঞরা।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।