হাতিয়ায় ২০০ মণ মা ইলিশ আটক


প্রকাশিত: ১০:৩২ পিএম, ০২ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় থানা পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে হাতিয়া উপজেলার মেঘনা নদীর নিঝুমদ্বীপের সন্নিকটে কালাম চরে অভিযান চালিয়ে ১৮টি ফিশিং বোট, ১৮ লাখ মিটার জাল সহ ২শ’ মণ মা ইলিশ আটক করেছে। শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে জেলেরা জাল-মাছ রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার রাতে সাগরে নৌবাহিনী অভিযান চালিয়ে কয়েকটি মাছ ধরার ট্রলার আটক করার পর বাকি ট্রলার গুলো উপকূলের কাছাকাছি চলে আসে।

এ অবস্থায় খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড নিঝুম দ্বীপের কাছে কালামচরে যৌথ অভিযান করলে জেলেরা পালিয়ে গেলেও তাদের মালামাল আটক করা হয়।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মা ইলিশ মাছ ধরা নিষিদ্ধ হলেও জেলেরা তা উপেক্ষা করে নদীতে গিয়ে মাছ ধরার চেষ্টা চালায়।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মো. মঈনউদ্দিন জানান আটককৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ গুলো নদীতে ফেলে দেয়া হয়েছে।

মিজানুর রহমান/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।