সাবেক এমপি আশরাফের বাসায় ছাত্রলীগ-যুবলীগের হামলা
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের বাসভবনে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় ওই বাসভবনে কমলনগরের চর ফলকন ইউনিয়ন বিএনপির সম্মেলন চলাকালে এ হামলা চালানো হয়।
হামলায় বিএনপি কর্মী আবু তাহের দোলন, করিম ও মানিকসহ ১২ জন আহত হয়েছেন। এ সময় এমপির বাসভবনের কয়েকটি গ্লাসসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।
সূত্র জানায়, উত্তেজিত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিবসহ দলের সিনিয়র নেতাদের অবরুদ্ধ করে রাখে। পরে লক্ষ্মীপুর থেকে সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতাদের উদ্ধার করেন। এ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, জেলা বিএনপি নেতা সাহাব উদ্দিন সাবুর লক্ষ্মীপুর শহরের বাসভবনে রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে এ ঘটনায় জন্য স্থানীয় ছাত্রলীগ-যুবলীগকে দায়ী করে তাদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট আহ্বান জানানো হয়।
দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কমলনগর উপজেলার হাজিরহাট জাঙ্গালিয়া এলাকায় সাবেক এমপির বাসভবনে চর ফলকল ইউনিয়ন বিএনপির সম্মেলন চলছিল। খবর পেয়ে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী লাঠি-সোঠা সেখানে হামলা-ভাঙচুর চালায়। এতে সম্মেলনটি পণ্ড হয়ে যায়। এ সময় বিএনপির ১২ নেতাকর্মী আহত হয়।
কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ বিষয়টি বিষয়টি অস্বীকার করে বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঘটনাটি ঘটেছে। এতে যুবলীগ ও ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।
কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, বিএনপির সম্মেলন চলাকালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা সামান্য ইট-পাটকেল নিক্ষেপ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কাজল কায়েস/এআরএ/পিআর