জীবন বাঁচাতে মানুষের কাছে ছুটে এলো তৃষ্ণার্ত কোয়ালাটি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ৩০ ডিসেম্বর ২০১৯

অস্ট্রেলিয়ায় এখন গ্রীষ্মকাল। দেশটিতে চলছে তাপপ্রবাহ। এর সঙ্গে যোগ হয়েছে দাবানলের আগুন। এতে পুড়ছে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের জঙ্গল। ফলে জঙ্গলে থাকার জায়গা হারিয়ে দিগবিদিক ছুটছে সেখানকার পশু-পাখিরা।

অস্ট্রেলিয়ায় এখন গড়ে তাপমাত্রা দাঁড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণায়নের ফলে দেশটিতে পরিবেশের অস্বাভাবিকতার লক্ষণ দেখা যাচ্ছে। এর প্রভাবে বেশি ক্ষতির শিকার পশু-পাখিরা।

দেশটির ওই বিধ্বংসী দাবানলে ঘরছাড়া ও অসহায় ক্যাঙ্গারুর মতো থলিযুক্ত স্তন্যপায়ী প্রাণী কোয়ালার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, তৃষ্ণার্ত এক কোয়ালা থাকতে না পেরে, সাহস নিয়েই একদল সাইকেল আরোহীদের পথ আটকায়। সে দূর থেকেই দেখেছে তাদের সাইকেলে রয়েছে পানির বোতল। এক আরোহীর সাইকেলের ওপর চড়াও হয়ে পানির দাবি করে ছোট্ট, নরম তুলতুলে নিরীহ কোয়ালাটি। আরোহীরাও থেমে যান তার কীর্তি দেখে। ছোট্ট অবলার মনের কথা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বোতল থেকে পানি খাইয়ে দেন এক সাইকেল আরোহী। তার হাতটি ধরে বোতল থেকে নিমিষে পানি শেষ করে তৃষ্ণার্ত কোয়ালাটি। পরম যত্নে, আদরে কোয়ালার মাথায় হাত বুলিয়ে দেন সহৃদয় আরোহী।

 
 
 
View this post on Instagram
 
 

There were about a dozen cyclists around me watching this (all men) and several commented that it was genuinely the best thing they’ve witnessed. What a truly wonderful experience. Check out my previous posts this morning for explanation. : : : #cyclingtips #cycling #roadcycling #roadbike #roadbikelife #lifeonabike #travelbybike #cyclingphotography #cycleshots #rideyourbike #instacycle #veloclub #cyclinglife #fromwhereride #switchbacks #roadslikethese #cyclingpassion #cyclingworld #whenindoubtpedalitout #womenonbikes #womenriders @cyclingtips @veloclub.cc @iamspecialized @iamspecialized_wmn @womenridebikes #rideadelaide #radelaide #adelaide #adelaidehills #southaustralia #koala #koalabear #koalabears #australia

A post shared by Lulu (@bikebug2019) on

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।