আবারো ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটে চলা এভিয়াস্টার টুইন ওটার ডিএইচসি-৬ বিমানটি নিখোঁজ হয়েছে। নিখোঁজ বিমানটিতে ১০ জন যাত্রী ছিলেন। শুক্রবার স্থানীয় সময় ২টা ২৯ মিনিটে বিমানটি নিখোঁজ হয়।
ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাসাম্বা এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ২টা ২৯ মিনিটে এভিয়াস্টার টুইন ওটার ডিএইচসি-৬ এয়ারক্রাফট যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই এটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বার্তা সংস্থা এএফপিকে এজেন্সির প্রধান ব্যামবাং সুলিস্থো বলেন, ‘আমরা আরও বিস্তারিত জানার অপেক্ষায় আছি। আমি ও আমার দল আজ রাতেই সেখানে যাচ্ছি। শনিবার সকাল নাগাদ উদ্ধার ততপরতা শুরু হতে পারে। কারণ এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। ঘটনার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিমানটিতে চারজন প্রাপ্তবয়স্ক তিনজন শিশু ও তিনজন ক্রু ছিলেন। এক ঘণ্টার যাত্রা শেষে এটি মাকাসার বিমানবন্দরে নামার কথা ছিল।
মাকাসার বিমানবন্দরের ব্যবস্থাপক আবদুল মুনির বলেন, যাত্রা শুরু করার মাত্র আট মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে ৫৪ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ায় আরেকটি বিমান নিখোঁজ হয়।
এআরএ/পিআর