ইউরোপা লিগে ফিওরেন্টিনা-নাপোলির জয়


প্রকাশিত: ০৭:২২ এএম, ০২ অক্টোবর ২০১৫

উয়েফা ইউরোপা লিগে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা, নাপোলি ও লেৎজিও। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে সহজ জয় তুলে নিয়েছে ফিওরেন্টিনা ও নাপোলি। তবে ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে কষ্টের জয় পেয়েছে লেৎজিও। বৃহস্পতিবার রাতে এস্তাদিও দো তেসতেও স্টেডিয়ামে স্বাগতিক ক্লাব বেলেনেনসেসকে উরিয়ে দিয়েছে দুর্দান্ত ফর্মে থাকা ফিওরেন্টিনা।

ঘরোয়া লিগে শীর্ষে উঠার পর এবার তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগীজ ক্লাবটিকে। ফিওরেন্টিনার হয়ে গোল করেন ফেদেরিকো বের্নানদেস্কি, খউমা বাবাকার ও জিওসেপ্পি রসি। অপর গোলটি পেয়েছে তারা আত্মঘাতী গোলের সুবাদে।
 
পেপসি অ্যারেনা স্টেডিয়ামে স্বাগতিক পোল্যান্ডের ক্লাব লেগিয়া ওয়ারশোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে নাপোলি। দলের হয়ে গোল করেছেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়াইন। অপর গোলটি পেয়েছেন দ্রিয়েস মেরতেন্স।

এদিকে ঘরের মাঠে খেলতে নেমে ৯ জনের সেন্ট এতিয়েন্নেকে হারাতে ঘাম ছুটে গেছে লেৎজিওর। পিছিয়ে পরেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। লেৎজিওর হয়ে গোল পেয়েছেন লুকাস বিগলিয়া, ওয়েসলি হোয়েদ ও ওগেনি ওনাজি। সেন্ট এতিয়েন্নের হয়ে গোল দুটি করেন বায়াল সাল ও মন্নেত পাকুয়েত।
 
আরটি/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।