সমাজতান্ত্রিক মতাদর্শের আদলে কোরআন ও বাইবেল পুনর্লিখন করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯

কমিউনিস্ট পার্টির সমাজতান্ত্রিক মতাদর্শের আদলে কোরআন, বাইবেলসহ সব ধর্মীয় গ্রন্থ পুনর্লিখনের পরিকল্পনা করছে চীন। গত নভেম্বরে দেশটির ক্ষমতাসীন এই রাজনৈতিক দলের জাতিতত্ত্ব বিষয়ক কমিটির এক সভায় এ পরিকল্পনা নেয়া হয়। দেশটির সব ধর্মীয় বিষয় পর্যালোচনার দায়িত্বে রয়েছে এই কমিটি।

বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে ধর্মীয় গ্রন্থ পুনর্লিখনের ব্যাপারে চীন সরকারের নেয়া এই পরিকল্পনার তথ্য জানিয়েছে। কোরআন এবং বাইবেলের উল্লেখ সরাসরি না করলেও ওই কমিটি সব ধর্ম গ্রন্থের পুনর্লিখনের জন্য বিস্তৃত পর্যালোচনার পরিকল্পনা করছে।

বর্তমান সময়ের সঙ্গে ধর্মগ্রন্থের যেসবে উপাদান সমাজতান্ত্রিক মতাদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেসবে পরিবর্তন আনা হবে। এতে সমাজতন্ত্রের সঙ্গে কোনো সাংঘর্ষিক তথ্য থাকবে না। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শাসনামলের সঙ্গে এসব ধর্মগ্রন্থকে সামঞ্জস্যপূর্ণ করা দরকার বলে জানিয়েছে ওই কমিটি।

পুনর্লিখিত সংস্করণে সমাজতন্ত্রের ভাবাদর্শের সঙ্গে সাংঘর্ষিক কোনো ধরনের উপাদান থাকলে সেসব সেন্সর বোর্ড সংশোধন করবে। দেশটির সরকারি সংবাদসংস্থা সিনহুয়া বলছে, নভেম্বরের ওই বৈঠকে বিশেষজ্ঞ এবং কমিটির প্রতিনিধিদের বলা হয়েছে, সমাজতন্ত্রের মৌলিক মূল্যবোধের সঙ্গে মিল রেখে তাদের বিশ্বাসকে ব্যাখ্যা করার জন্য ধর্মগ্রন্থের পুনর্লিখিত সংস্করণে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আদেশ অনুসরণ করতে হবে।

চীনের বিরুদ্ধে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বন্দি শিবিরে আটকে রেখে যখন মৌলিক মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের অভিযোগে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও দেশ সমালোচনা করছে তখন ধর্মীয় সব গ্রন্থ পুনর্লিখনের এই পরিকল্পনার তথ্য এল।

জাতিসংঘের কর্মকর্তাদের তথ্য বলছে, জিনজিয়াং প্রদেশে চীন ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে আটকে রেখেছে। তবে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার বলছে, প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসবাদ মোকাবেলায় উইঘুর মুসলিমদের কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।