প্রত্যেক অভিবাসীকে মাসে ৬৭০ ইউরো দেবে জার্মানি


প্রকাশিত: ০৫:০৩ এএম, ০২ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

অভিবাসীদের চাপ সামালাতে কঠোর আইন প্রণয়নের পাশাপাশি বৈধ অভিবাসীদের আর্থিক ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। নতুন আইনে অভিবাসীদের কতগুলো শর্তের আওতায় নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সাময়িক আশ্রয় দেয়া হবে এবং নীতিমালার বাইরে বা মেয়াদ ফুরিয়ে গেলে অভিবাসীদের বাধ্যতামূলক যার যার দেশে ফেরত পাঠানোর বিধান রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন শহরে শরণার্থী শিবির নির্মাণের পাশাপাশি প্রত্যেক অভিবাসীকে মাসে ৬৭০ ইউরো ভাতা দেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়।

বার্লিনে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা এ উদ্যোগ নিলেও আইনটি পাস হতে অক্টোবরে অনুষ্ঠিত পার্লামেন্ট অধিবেশনে উভয় কক্ষের অনুমোদন লাগবে।

জার্মানির এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রিয়ার চ্যান্সেলর জানান, বার্লিন তাদের সীমান্তে কড়াকড়ি আরোপ করলে অভিবাসীদের চাপ অস্ট্রিয়ার ওপর এসে পড়বে। এতে সীমান্তে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলেও আশংকা প্রকাশ করে তিনি ইইউর হস্তক্ষেপ কামনা করেন। একই সুর হাঙ্গেরিরও।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।