নতুন তালিকায় একধাপ নিচে বার্সেলোনা


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ০২ অক্টোবর ২০১৫

উয়েফার সদ্য প্রকাশিত র‌্যাংকিংয়ে একদাপ নিচে নেমেছে ট্রেবল শিরোপা জয়ী বার্সেলোনা। দ্বিতীয় স্থান থেকে অবনমিত হয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে তারকা বহুল দলটি।

দ্বিতীয় স্থানে রয়েছে দারুণ ফর্মে থাকা জার্মান বুন্দেস লিগার ক্লাব বায়ার্ন মিউনিখ। তবে রিয়াল মাদ্রিদ যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে।

চ্যাম্পিয়ন্স লিগে রোমার সঙ্গে ড্রয়ের পর লেভারকুসেনের বিপক্ষে জয় তুলে নিলেও উয়েফা র‌্যাংকিংয়ে একধাপ অবনমন হয়েছে বার্সার। ১৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে স্প্যানিশ ক্লাবটি। চলতি মৌসুমে বুন্দেস লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড থাকায় ১৩৯ পয়েন্ট নিয়ে বার্সাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বায়ার্ন।

এদিকে র‌্যাংকিংয়ে ভাটা পড়েছে আর্সেনালেরও। চ্যাম্পিয়ন্স লিগে পরপর দুই ম্যাচে হারে নয় থেকে দশে নেমে এসেছে ইংলিশ ক্লাবটি।

উয়েফার সেরা দশ ক্লাব :

ক্লাব                                       দেশ                      পয়েন্ট    
রিয়াল মাদ্রিদ                            স্পেন                     ১৪৭
বায়ার্ন মিউনিখ                          জার্মানি                   ১৩৯
বার্সেলোনা                               স্পেন                     ১৩৬
চেলসি                                     ইংল্যান্ড                 ১২২
অ্যাটলেটিকো মাদ্রিদ                   স্পেন                     ১১৮
বেনফিকা                                 পর্তুগাল                  ১০১
জুভেন্টাস                                 ইতালি                    ৯৫
পিএসজি                                 ফ্রান্স                       ৯৫
বরুসিয়া ডর্টমুন্ড                        জার্মানি                    ৯২
আর্সেনাল                                 ইংল্যান্ড                   ৯২

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।