নওগাঁর ৫টি ক্লিনিক বন্ধ ঘোষণা


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০১ অক্টোবর ২০১৫

প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক-নার্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনের চেয়ে অতিরিক্ত রোগীর বেড থাকার অভিযোগে নওগাঁর দুই উপজেলার পাঁচটি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব ক্লিনিক বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে।

ক্লিনিকগুলো হলো, পত্নীতলা উপজেলার নজিপুর ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আলফা হাসপাতাল ও কল্পনা ক্লিনিক এবং নিয়ামতপুর উপজেলার আড্ডার মোড় এলাকার সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম ও রেহানা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

জেলা সিভিল সার্জন ডা. একে এম মোজাহার হোসেন বলেন, গত মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হেদায়তুল ইসলাম ও জেলা সিভিল সার্জন ডা. একে এম মোজাহার হোসেনের নেতৃত্বে একটি চিকিৎসক দল জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনে দেখা যায়, এসব ক্লিনিকে সার্বক্ষণিক চিকিৎসক নেই, ডিপ্লোমা নার্স নেই, কোন কোন ক্লিনিক ১০ বেডের অনুমোদন নিয়ে ২২ বেডে রোগি ভর্তি করেছেন। বিশেষ করে নিয়ামতপুর আড্ডার মোড়ে অবস্থিত ক্লিনিকটি টিন সেডের মধ্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। যা স্বাস্থ্য সেবার নিয়ম-নীতির বর্হিভুত। এছাড়া এসব ক্লিনিকের একটিতেও স্বাস্থ্যকর পরিবেশ নেই।

এসব কারণে গত বুধবার পরিদর্শকারী দলের দাখিলকৃত প্রতিবেদনের আলোকে জেলা স্বাস্থ্য বিভাগ ওই সব ক্লিনিক বন্ধ ঘোষণা করেছে।

তিনি আরো বলেন, জেলার সকল নাগরিকের সুষ্ঠ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আব্বাস আলী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।