৪০ বছর পর প্রধানমন্ত্রী পেল কিউবা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ এএম, ২২ ডিসেম্বর ২০১৯

কয়েক দশক পর প্রথমবার কিউবায় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। ফলে প্রায় ৪০ বছরের বেশি সময় পর প্রধানমন্ত্রী পেল কিউবা। দেশটির পর্যটনমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খবর আল জাজিরা।

১৯৭৬ সালে বৈপ্লবিক নেতা ফিদেল কাস্ত্রো প্রধানমন্ত্রীর পদ বাতিল করে দেন। এরপর থেকে দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে কেউ নিয়োগ পাননি।

নতুন সংবিধান অনুসারে দেশের প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো। চলতি বছরই নতুন সংবিধান পাস হয়েছে।
বর্তমানে বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে দেশটির প্রেসিডেন্টকে। ম্যানুয়েল মারেরো (৫৬) সেখান থেকে কিছু দায়িত্ব গ্রহণ করবেন।

তবে সমালোচকরা বলছেন এটা একটি মেকি ঘটনা। কারণ কিউবার কমিউনিস্ট পার্টি এবং দেশটির সেনাবাহিনীই সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আসলেই তেমন কোনো ক্ষমতা নেই।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।