রিভিউ আবেদন করছে মুজাহিদ


প্রকাশিত: ০১:০৭ পিএম, ০১ অক্টোবর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন। ইতোমধ্যে মুজাহিদের আইনজীবীরা মামলার বাদি প্রাধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে এ ব্যাপারে নোটিশ পাঠিয়েছেন।মুজাহিদের আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মুজাহিদকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনান ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম।  

উল্লেখ্য, বুধবার বিকেলে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিলের পূর্ণাঙ্গ রায়ও প্রকাশিত হয়েছে।
 
# মৃত্যু পরোয়ানা শুনলেন মুজাহিদ
# কারাগারে পৌঁছেছে সাকার মৃত্যু পরোয়ানা

এফএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।