ফিলিস্তিন এককভাবে চুক্তি মানতে বাধ্য নয় : আব্বাস


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০১ অক্টোবর ২০১৫

ইসরায়েলের সঙ্গে করা চুক্তি এককভাবে মানতে ফিলিস্তিন কর্তৃপক্ষ বাধ্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। খবর আলজাজিরার।

মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েল চুক্তিগুলো একাধিকবার প্রত্যাখ্যান করেছে। তারা আমাদের কোনো প্রস্তাবকে গুরুত্ব দেয়নি। আমরা এককভাবে চুক্তিগুলো বাস্তবায়ন করতে পারি না।

ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলোর অবস্থা অস্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, অধিগ্রহণ ক্ষমতা প্রয়োগের কারণে আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে।

পরে তিনি শান্তিপূর্ণ ও বৈধ উপায়ে চুক্তিগুলো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। তবে এজন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেধে দেননি তিনি।

এদিকে আব্বাসের এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।