আইটিইউ কাউন্সিল সদস্য হলো বাংলাদেশ


প্রকাশিত: ০৭:১৩ এএম, ২৭ অক্টোবর ২০১৪

টানা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের নির্বাহী সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ। কোরিয়ার বুশানে আইটিইউ‘র বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত ভোটে ১৬৭ ভোটের মধ্যে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয় বাংলাদেশ। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ খবর নিশ্চিত করেন।

এর আগে ২০১০ সালের নভেম্বরে প্রথমবারের মতো আইটিইউর কাউন্সিল সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। তারও আগে ১৯৭৩ সালে পায় সাধারণ সদস্যপদ। আইটিইউ‘র সাধারণ সদস্য রাষ্ট্র ১৯৩। এর মধ্যে ৪৮টি দেশ চার বছরের সদস্য কাউন্সিল সদস্যপদ লাভ করে।

এ বছর এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চলের ১৩টি সদস্যপদের জন্য নির্বাচনে লড়েছে ১৮টি দেশ। এর মধ্যে ভোটের বিচারে বাংলাদেশের অবস্থান সপ্তম।

এ নির্বাচনকে ঘিরে কিছুদিন আগে জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে সরকারি ও বেসরকারিখাতের মোট ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় গিয়েছিল। সেখানে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের বর্তমান চিত্র ও সম্ভাবনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী পলক।

আইটিইউ-এর মহাসচিব নির্বাচিত হয়েছেন দু`বারের উপমহাসচিব হুলিন ঝাও। উপ-মহাসচিব নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের ম্যালকম জনসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।