কুন্দুজ পুনর্দখলের দাবি আফগান নিরাপত্তা বাহিনীর
আফগানিস্তানে তীব্র লড়াইয়ের পর কুন্দুজ শহরের নিয়ন্ত্রণ তালেবানের হাত থেকে পুনর্দখল করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকালে আফগান সেনারা শহরটি দখলে নিয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন। খবর বিবিসির।
তালেবান জঙ্গিরা কুন্দজ শহরটি দখলে নেয়ার তিনদিন পর সেটি পুনরুদ্ধার করার দাবি জানালো আফগান কর্মকর্তারা। তবে শহরের কোন এলাকাগুলো দখল করেছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। শহরে এখনো দু`পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে বলছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সাদিক সিদ্দিকি টুইটারে এক পোস্টে বলেছেন, সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। এসময় ব্যাপক লড়াইয়ে অন্তত ২০০ তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছেন তিনি।
তবে, কুন্দজ পুনর্দখলের সরকারি দাবি উড়িয়ে দিয়েছে তালেবান। তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে তারা এখনো সরকারি বাহিনীকে প্রতিরোধ করছে এবং এর অধিকাংশ এলাকা তাদের দখলে রয়েছে।
কুন্দুজের প্রশাসক হামিদুল্লাহ দানেশি বলেছেন, প্রচণ্ড লড়াইয়ের পর তালেবানের হাত থেকে কুন্দুজের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আফগান নিরাপত্তা বাহিনী। এ ছাড়া, কুন্দুজের অভ্যন্তরে আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবান জঙ্গিরা শহরটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে বলেও জানান তিনি।
এসআইএস/পিআর