জাতীয় লিগে ফিরছেন মুশফিক-সাকিবরা!


প্রকাশিত: ০৯:১৮ এএম, ০১ অক্টোবর ২০১৫

নিরাপত্তা ঝুঁকির অজুহাতে বাংলাদেশে খেলতে আসা না আসা নিয়ে আলোচনার মধ্যেই টেস্ট দলের খেলোয়াড়দের অস্ট্রেলিয়ার স্থানীয় ক্লাবগুলোয় প্রশিক্ষণ ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একই নির্দেশনা পেতে যাচ্ছেন মুশফিক-সাকিবরাও। ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে জাতীয় দলের ক্রিকেটারদের বার্তা দিয়েছে বিসিবি।

অস্ট্রেলিয়ার কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই জাতীয় লীগে মুশফিক-সাকিবদের অংশ নেওয়ার ব্যাপারে নির্দেশ দিতে পারে বিসিবি। এ সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, `যদি সিরিজ না হয়, তবে ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের খেলতে দেওয়া হতে পারে, আমাদের পরিকল্পনা সে রকমই। স্বভাবতই তখন স্থগিত হয়ে যাবে জাতীয় দলের ক্যাম্প।`

এদিকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তার পরও আশ্বস্ত হতে পারছে না অস্ট্রেলিয়া। এ বিষয়টাতে হতাশায় বিসিবির প্রধান নির্বাহী। এ নিয়ে তিনি বলেন, `এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা নিয়ে অস্বস্তি আছে। একই সঙ্গে আমরা মনে করি, ক্রিকেট অস্ট্রেলিয়া এমন সিদ্ধান্ত নেবে, যা দুই বোর্ডের জন্য ভালো হবে। তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ঐতিহাসিক, যার একটা উদাহরণ দেখা গেছে গত বিশ্বকাপে। বিশ্বকাপ শুরুর আগে আমরা অস্ট্রেলিয়ায় গেছি। সেখানে অনুশীলনের পর্যাপ্ত সুবিধা তারা আমাদের দিয়েছে। ফলে আমাদের পারফরম্যান্সও বেশ ভালো হয়েছে। সবদিক মিলিয়ে আমরা মনে করি, তারা যে সিদ্ধান্ত নেবে তা দুই বোর্ডের জন্যই ভালো হবে।`

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।