আবারও শিশু অপহরণ নাইজেরিয়ায়


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৭ অক্টোবর ২০১৪

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সন্দেহভাজন বোকো হারামের সদস্যরা ৩০ জন শিশুকে অপহরণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় এক নেতা। খবর বিবিসির।

বর্নো প্রদেশের মাফা গ্রামের স্থানীয় সম্প্রদায়ের নেতা আলহাজ শেত্তিমা মাইনা জানান, বৃহস্পতিবার বোকো হারামের ওই হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। তিনি আরও জানান, অপহৃত মেয়ে শিশুদের বয়স ১১’র বেশি এবং ছেলে শিশুদের বয়স ১৩ ও এর বেশি।

দেশটির সরকারের ঘোষিত বোকো হারামের সদস্যদের সঙ্গে অস্ত্র বিরতির চুক্তির পর এ ঘটনা ঘটল। তবে বোকো হারামের পক্ষ থেকে অস্ত্র বিরতির ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

হিউম্যান রাইটস ওয়াচের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৫০০ নারীকে অপহরণ করেছে বোকো হারামের সদস্যরা। এর মধ্যে ছয়মাস আগে চিবক থেকে ২০০’রও বেশি স্কুলছাত্রীকে অপহরণ করা হয়।প্রসঙ্গত, দেশটিতে ইসলামী আইন প্রতিষ্ঠার দাবিতে লড়াই চালাচ্ছে বোকো হারাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।