নারীরা নিঃসন্দেহে পুরুষের চেয়ে ভালো : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯

বিশ্বের প্রতিটি দেশের নারীরা যদি নেতৃত্বে আসেন তাহলে মানুষের জীবনমানের উন্নতিসাধন ছাড়াও নারী নেতৃত্বের একটা ইতিবাচক ফল পাওয়া যাবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এমন মন্তব্য করে সিঙ্গাপুরের এক অনুষ্ঠানে বলেছেন, যদিও নারীরা ‘পারফেক্ট’ নয় তথাপি আমি বলবো নিঃসন্দেহে তারা পুরুষের চেয়ে ভালো।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী বারাক ওবামা বলেছেন, বিশ্বের বেশিরভাগ সমস্যা বয়োজ্যেষ্ঠ লোকদের মাধ্যমে তৈরি, যাদের বেশিরভাগই পুরুষ। আর এসব মানুষ ক্ষমতা দখল করার মাধ্যমে এটা করেন। রাজনৈতিক মেরুকরণ ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কীভাবে মিথ্যা ছড়ানোর বিষয় নিয়েও কথা বলেন তিনি।

সিঙ্গাপুরে নেতৃত্ব বিষয়ক বেসরকারি এক অনুষ্ঠানে ওবামা বলেন, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এটা গভীরভাবে চিন্তা করেছিলেন যে, নারীরা যদি নেতৃত্ব দেয় তাহলে কেমন হবে পৃথিবীটা। তিনি বলেন, ‘আমি নারীদের জানাতে চাই আপনি হয়তো পারফেক্ট নন কিন্তু আমি বলবো আপনারা নিঃসন্দেহে আমাদের (পুরুষের) চেয়ে ভালো।’

দুই মেয়াদে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এক দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা বলেন, ‘আমি এ ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী যে দুবছর ধরে পৃথিবীর প্রত্যেকটা দেশকে নারীরা নেতৃত্ব দেয় তাহলে প্রায় সবক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে দেখতে পাবেন। জীবনযাত্রার মান আর ফলাফলেও উল্লেখ করার মতো উন্নতি হবে।’

পুনরায় রাজনৈতিক নেতৃত্বে ফিরে যাওয়ার বিষয়টি আগামীতে বিবেচনা করবেন কিনা বারাক ওবামাকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন যে তিনি বিশ্বাস করেন রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে একটা সময় আসে যখন সেই নেতৃত্বে থেকে সরে দাঁড়াতে হয়।

ওবামা বলেন, ‘আপনি যদি গোটা বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন যে সমস্যাগুলো মূলত জ্যেষ্ঠ মানুষের দ্বারা সৃষ্ট বিশেষ করে জ্যেষ্ঠ পুরুষদের মাধ্যমে। আমরা এর থেকে বেরোতে পারছি না। রাজনৈতিক নেতাদের এটা মনে রাখা উচিত যে তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য একটা কাজ দেয়া হয়েছে সারা জীবনের জন্য দেয়া হয়নি।’

২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। প্রেসিডেন্টের মেয়াদ শেষে তিনি যখন হোয়াইট হাউস ছেড়ে যান তখন তিনি গোটা বিশ্বের তরুণ নেতাদের জন্য একটা ফাউন্ডেশন তৈরির ঘোষণা দেন। গত সপ্তাহে স্ত্রী মিশেলকে নিয়ে ওবামা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে যোগ দিতে কুয়ালামপুরের আসেন

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।