এখনো খোঁজ মেলেনি সাবেক কমিশনার চিত্ত রঞ্জনের


প্রকাশিত: ০৩:৪১ এএম, ০১ অক্টোবর ২০১৫

পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর মংলা কোস্টগার্ড ঘাটির পশুর নদীর তীরে লাশ মিলল বাগেরহাটের বিশিষ্ট ব্যবসায়ী চিত্ত দামের। বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে মংলা কোস্টগার্ড অফিসের কাছে পশুর নদীর পাড়ে তার মরদেহ ভাসতে দেখা যায়। বেলা ১১টায় নিহত ব্যবসায়ীর বড় ছেলে অশীষ দাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার মংলা দ্বিগরাজ নৌ-ঘাটিতে আটক ভারতীয় ট্রলারের মাছ নিলামে কিনতে গিয়ে রাত সাড়ে ৯টায় পল্টুন থেকে নদীতে পড়ে যান বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার বিশিস্ট ব্যবসায়ী সাবেক পৌর কমিশনার চিত্ত রঞ্জন দাম (৭১)। এ সময় তার ছোট ছেলে তুষার দাম বাবাকে বাঁচাতে খরস্রোতা নদীতে লাফিয়ে পড়েও তাকে রক্ষা করতে পারেনি।

এদিকে, রাতেই নিখোঁজ চিত্ত দামের সন্ধানে নৌবাহিনীর ডুবুরী দল দ্বিগরাজ পল্টুন এলাকায় সন্ধান চালায়। বৃহস্পতিবার সকালে আবারো ট্রলার ও নৌকা নিয়ে ওই ব্যবসায়ীর সন্ধান পেতে পশুর নদীতে অভিযান চালানো হয়। এ অবস্থায় মংলা নৌ-ঘাটির অদূরে কোস্টগার্ড ঘাট এলাকার তার মরদেহ ভাসতে দেখা যায়।

মংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড ঘাটের পশুর নদী এলাকায় বাগেরহাট শহরের বিশিষ্ট ব্যবসায়ী চিত্ত দামের মরদেহ ভাসতে দেখা যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, অফিসিয়াল কিছু কার্যক্রম শেষের পর যতদ্রুত সম্ভব তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

শওকত আলী বাবু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।