ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

অস্ত্র আইন মামলায় বিশেষ ট্রাইব্যুনালে অভিযুক্ত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মজনু মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা কর্তৃক এক চিঠির বরাত দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মজনু মৃধার বিরুদ্ধে ২০১০ সালে একটি অস্ত্র মামলা দায়ের হয়। পরে দাখিলকৃত অভিযোগ বিশেষ ট্রাইব্যুনালে গৃহীত হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত ধোবাউড়া থানার মামলা নং ৬(৪) এবং বিশেষ ট্রাইবুনাল মামলা নং ৫৭/২০১০ এর ১৯৭৮ সনের অস্ত্র আইনের ১৯/এ ও ১৯/এফ ধারা মামলায় দাখিলকৃত অভিযোগ বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়।

তার দ্বারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্ষমতা প্রয়োগ উপজেলা পরিষদের জন্য স্বার্থ হানিকর এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমুচিত নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতিয়মান হওয়ার প্রেক্ষিতে সরকার তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উপজেলা পরিষদ আইন ২০১১ এর ১৩/ক(১১) উপধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর করা হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।