শিবচরে দুই পক্ষের সংর্ঘষে এক নারী টেটাবিদ্ধসহ আহত ৫
মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংর্ঘষে এক নারী টেটাবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের মিঠু হাজী কান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, বিকেলে মিঠু হাজী কান্দি গ্রামে আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কামাল মাতুব্বর ও মতিউর রহমান মাতুব্বর পক্ষের মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে সংর্ঘষ শুরু। এ সময় উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন।
আহতরা হলেন, আইয়ুব আলী মাতুব্বর (৪৬), শাহানাজ বেগম (৪০), বিউটি আক্তার (৪০) প্রমুখ। এর মধ্যে শাহানাজ বেগম টেটাবিদ্ধ হওয়ায় তার অবস্থা গুরুতর। তাকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন বেপারী ও শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ কে এম নাসিরুল হক/এআরএ/পিআর