ব্রাহ্মণবাড়িয়ায় শেষ হলো তিন দিনব্যাপি উন্নয়ন মেলা


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় শেষ হলো জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপি উন্নয়ন মেলা। বুধবার বিকেলে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী আবদুল আলীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজাদ ছাল্লাল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম প্রমুখ।

এর আগে গত সোমবার থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এবারের মেলায় জেলার সবকটি সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ২৮টি স্টল দেয়া হয়।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।