জুকারবার্গের বাড়িতে হ্যান্ডওয়াশ পাঠানোর হিড়িক


প্রকাশিত: ০১:১৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে সফল বলে প্রচার করছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। আর এই মুহূর্তে মার্কিন মুল্লুকে শুরু হয়েছে মোদি বিরোধী অভিনব এক প্রচারণা।
 
প্রচারণায় প্রথমে সিলিকন ভ্যালির কয়েকজন বাসিন্দা ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গের বাড়িতে হ্যান্ডওয়াশ পাঠাতে শুরু করেন। এতে লেখা হয়েছে, জুক, হাত ধুয়ে নাও (Zuck, wash your hands)।
 
আসলে এটা ইন্টারনেট দুনিয়ায় মোদি বিরোধী একটা প্রতিবাদের মাধ্যম। ২০০২ সালে গুজরাট দাঙ্গায় মোদির ভুমিকার কথা বলে ফেসুবক প্রধানকে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে তোমার হাতেও রক্তের দাগ লেগে আছে। তাই হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নাও।
 
আন্দোলনকারীরা দাবি করেছে জুকারবার্গের বাড়িতে ইতোমধ্যে ২৫০ বোতল হ্যান্ডওয়াশ পৌঁছে গেছে। প্রতিটি বোতলে গুজরাট হিংসায় নিহত মানুষদের নাম উৎসর্গ করে হয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।