দেশ কীভাবে চলবে সেটা নির্ধারণ করেন জনপ্রতিনিধিরা


প্রকাশিত: ১১:৫২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেছেন, দেশ কীভাবে চলবে, সেটা নির্ধারণ করেন জনপ্রতিনিধিরা। তারা যে নীতি কর্মসূচী প্রণয়ন করেন, সেটা আন্তরিকভাবে বাস্তবায়ন করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব।

বুধবার দুপুরে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের ‘ইনোভেশন সার্কেল’ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সরকারের সর্বোচ্চ এই কর্মকর্তা।  

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যে যে অবস্থান থেকেই কাজ করুক না কেন, সবার উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। সেবার ধরনও নির্দিষ্ট করা আছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রমের মাধ্যমে জনগণের সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য।

বরিশাল বিভাগের অনেক উন্নয়ন কাজ হচ্ছে উল্লেখ করে মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, এই কাজের সুবিধা এ অঞ্চলের মানুষই পাবেন। এতে নাগরিক সেবার মান উন্নয়ন হবে। অর্থাৎ জনগণ কম সময়ে, কম খরচে, কম ঘোরাঘুরি করে প্রত্যাশিত সেবা পাবেন। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সমাজের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

গত ৯দিন ধরে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন চলছে, এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান তিনি জানেন, কিন্তু এই বিষয়ে তার কিছু বলা ঠিক হবেনা। এটা নিয়ে যারা কাজ করেন কিংবা যারা দায়িত্বপ্রাপ্ত তারা এ বিষয়ে সঠিক উত্তর দিতে পারবেন।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত ইনোভেশন সার্কেল (নতুন কিছু করা) সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, ফ্যাসিলিটি ডেভলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, রেঞ্জ ডিআইজি হুমায়ুন কবির, মেট্রো পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, ৬ জেলার জেলা প্রশাসক এবং বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাইফ আমীন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।