জাতিসংঘে উড়তে যাচ্ছে ফিলিস্তিনি পতাকা


প্রকাশিত: ১১:৩১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

প্রথমবারের মতো জাতিসংঘে বুধবার উড়তে যাচ্ছে ফিলিস্তিনি পতাকা। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে জাতিসংঘের এ উদ্যোগকে আশার আলো বলে মন্তব্য করেছেন।

চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘে ফিলিস্তিন আর ভ্যাটিকানের পতাকা ওড়ানোর একটি প্রস্তাব গ্রহণ করে সাধারণ পরিষদ। যদিও যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশের সঙ্গে ওই প্রস্তাবের বিরোধিতা করেছিলো ইসরায়েল। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাস হয়।

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, এটি নিঃসন্দেহে ফিলিস্তিনি জনগণের জন্য একটি স্মরণীয় দিন। কিন্তু জাতিসংঘকে অবশ্যই ফিলিস্তিনিদের জন্য শুধু আশাবাদের বাইরে বেশি কিছু দিতে হবে।

২০১২ সালে ফিলিস্তিনকে সদস্য নয় কিন্তু পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয় সাধারণ পরিষদ।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।