সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৫


প্রকাশিত: ০৩:১২ এএম, ২৭ অক্টোবর ২০১৪

সিরিয়ান সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা বলেছে।

সংগঠনটি রোববার বলেছে, সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হমসে শনিবার রাতভর এ বিমান হামলার ঘটনা ঘটে। তালবিসেহ শহরে চালানো ওই বিমান হামলা ও গুলিতে নিহতদের মধ্যে ১০ শিশু ও তিন নারী রয়েছেন। এর মধ্যে একই পরিবারের ১৬ জন রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এছাড়া আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, একই প্রদেশের আল ওয়ায়ের এলাকায় সামরিক বাহিনীর গুলিতে এক শিশুসহ সাতজন নিহত হয়েছে। ওই মানবাধিকার সংগঠনটি আরও বলেছে, সিরিয়ান সেনাবাহিনী দেশটির কয়েকটি শহরে সম্প্রতি ৫৩৩টি বিমান হামলা চালিয়েছে।

তিন বছরের বেশি সময়ের গৃহযুদ্ধে সিরিয়ায় ১ লাখ ৯০ হাজার লোক নিহত এবং কয়েক লাখ লোক উদ্বাস্তু হয়েছে। সূত্র: সিনহুয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।