চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা বেগমকে হত্যার দায়ে স্বামী মো. মাসুদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ বিচারান্তে এ রায় দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলীতে ২০০৯ সালের ২৮ অক্টোবর রাতে যৌতুকের জন্য স্বামী মাসুদ অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা বেগমকে ওড়না দিয়ে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। সালমা বেগমের মা মরিয়ম বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ ছয় বছর পর সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক বিচারান্তে বুধবার এ রায় ঘোষণা করেন।
মামলা পরিচালনা করেন সরকার পক্ষে অতিরিক্ত পিপি অ্যাড. সায়েদুল ইসলাম বাবু , এপিপি অ্যাড. দেবাশীষ কর মধু । আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকায় স্টেট ডিফেন্স হিসেবে সরকার কর্তৃক নিয়োগকৃত আনজীবী ছিলেন অ্যাড. সফিকুল ইসলাম।
ইকরাম চৌধুরী/এমজেড/আরআইপি