রেড অ্যালার্ট জারি দুঃখজনক : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৭:২৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

জঙ্গিবাদের নামে বাংলাদেশে পশ্চিমা দেশগুলোর নাগরিকদের ওপর রেড অ্যালার্ট জারিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ঢাকায় ইতালীয় নাগরিক খুন হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ওই ঘটনার পর বিএনপির এক নেতা যেভাবে কথা বলছেন, তাতে সন্দেহ হচ্ছে তিনি নিজেই এর সঙ্গে সংশ্লিষ্ট কি না। তাকে ধরে ইন্টেরোগেশন করা উচিত, এই ঘটনার সঙ্গে তার কোনও সম্পৃক্ততা আছে কি না?

শেখ হাসিনা বলেন, বাংলাদেশই শুধু নয়, এখন বিশ্ব জুড়েই এমন ভীতির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। বাংলাদেশের মানুষ জঙ্গিবাদে নয়, শান্তিতে বিশ্বাস করে।

তিনি আরো বলেন, এই নিউইয়র্ক শহরেও আওয়ামী লীগ নেতা নাজমুলকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তখন এই সিটিতে কি রেড অ্যালার্ট জারি করা হয়েছিল?

জঙ্গি হামলার ঝুঁকির কথা বলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে সফর পিছিয়ে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক ক্রীড়া আসরে হামলা বা নাশকতার কোনো ঘটনা কখনো ঘটেনি। এতটুকু বলতে পারি যে, আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনসাধারণ শান্তিপূর্ণ পরিবেশে খেলাধুলা পরিচালনায় সব ধরনের সহায়তা দিয়ে থাকে।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।