পাকিস্তানে মসজিদ থেকে লাখ টাকা দামের জুতা চুরি!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৬ এএম, ০৪ ডিসেম্বর ২০১৯

পাকিস্তানের লাহোরে নামাজ পড়তে গিয়ে লাখ টাকা দামের জুতা হারিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এআরওয়াই-এর খবরে বলা হয়েছে, সিরাজ বশির নামে এক ব্যক্তি স্থানীয় গঙ্গারাম হাসপাতালের কাছে অবস্থিত মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে দেখেন তার জুতা চুরি হয়ে গেছে।

সিসিটিভি ফুটেজের সাহায্যে চোর ধরতে এবং জুতা উদ্ধারে তিনি পুলিশের সহযোগিতা চেয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সিরাজ বশির লাহোরের সামরিক এলাকার বাসিন্দা। তিনি অসুস্থ এক স্বজনকে দেখতে গঙ্গারাম হাসপাতালে এসেছিলেন।

পাকিস্তানে মসজিদ থেকে জুতা চুরির ঘটনা খুবই সাধারণ বিষয়। ২০১৬ সালে শুক্রবারের নামাজের সময় পাক সরজামিন পার্টির (পিএসপি) নেতা আনিস কাইমখানির জুতা চুরি হয়ে যায়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।