আবারও হাসপাতালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২২ এএম, ০৩ ডিসেম্বর ২০১৯

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূত্রনালীর সংক্রমণের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কার্টার সেন্টারের তরফ থেকে জানানো হয়েছে।

এর আগেও ৯৫ বছর বয়সী এই ডেমোক্রেট নেতাকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কার্টার সেন্টারের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাকে জর্জিয়ার আমেরিকাসের ফোয়েবে সামটার মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

তবে তার অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো এবং তিনি খুব শিগগিরই বাড়ি ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে হাসপাতালে চিকিৎসা সেবা শেষে বাড়ি ফেরেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সে সময় তার অস্ত্রোপচার সফল হয়।

২০১৫ সালের আগস্টে কার্টার সেন্টারের তরফ থেকে জানানো হয় যে, তার ব্রেন ক্যান্সার হয়েছে এবং তিনি রেডিয়েশন ট্রিটমেন্ট নিচ্ছেন।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।