ভোলায় ইলিশ ধরার সময় আটক ২১


প্রকাশিত: ১১:২৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ২১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১১ জনকে এক বছর করে কারাদণ্ড ও অন্যদের কাছ থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ২৪ হাজার মিটার জালও জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

সাজাপ্রাপ্তদের মধ্যে দৌলতখানের ৬ জন, লালমোহনের একজন, চরফ্যাশনের ৩ জন ও মনপুরায় একজন ছিল। এছাড়া আগের দিন ভোলা সদরে ২৮ জনকে এক বছর করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন।

মৎস্য কর্মকর্তা পলাশ হালদার জানান, তারা রাতদিন অভিযান পরিচালনা করছেন।

অমিতাভ অপু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।