বঙ্গবন্ধুকে কটূক্তি করায় বিসিসির ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রশাসনিক এক আদেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) রোড পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কটূক্তির সময় উপস্থিত থেকেও এর প্রতিবাদ ও যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত না করায় রোড পরিদর্শক কবির হোসেনকে কর শাখায় শাস্তিমূলক বদলি করা হয়েছে।
পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর ওই কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার জানান, সোমবার অফিস চালাকালে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের কেন চাকরি থেকে বরখাস্ত করা হবে না এই মর্মে নোটিশ করা হয়েছে।
সাইফ আমীন/এআরএ/আরআইপি