ধুনটে দেবরের হাতে ভাবি খুন
পারিবারিক বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলায় দেবরের ছুরিকাঘাতে কুলসুম খাতুন (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কুলসুম ধুনট উপজেলার কাদাই গ্রামের চাঁন মিয়া তরফদারের স্ত্রী।
নিহতের ছোট বোন লিপি খাতুন জানান, কাদাই গ্রামের বাবলু তরফদারের দুই ছেলে চাঁন মিয়া ও বাটুল মিয়া। পারিবারিক বিষয়াদি নিয়ে দুই বছর ধরে চাঁন মিয়া ও বাটুল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিলো। আর সে বিরোধের জের ধরে সকাল ৭টার দিকে চাঁন মিয়ার স্ত্রী কুলসুম খাতুন ও বাটুল মিয়ার স্ত্রী পিনজেরা খাতুনের মধ্যে ঝগড়া-বিবাদ চলতে থাকে।
এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাটুল মিয়া তার ভাবি কুলসুম খাতুনের পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্বজনরা আহত কুলসুমকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কুলসুমের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনার পর থেকে বাটুল মিয়া ও তার স্ত্রী পিনজেরা খাতুন পলাতক রয়েছে।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
লিমন বাসার/এআরএ/পিআর