মধ্যপ্রাচ্য ছেড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘাঁটি গাড়ছে আইএস
আন্তর্জাতিক সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের ঘাঁটি পরিবর্তন করছে। তারা এখন মধ্যপ্রাচ্য ছেড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ঘাঁটি গাড়তে শুরু করেছে। সম্প্রতি মার্কিন অভিযানে তাদের নেতা বাগদাদি নিহত হওয়ার জঙ্গিগোষ্ঠীটি এই পদক্ষেপ নিচ্ছে বলে দাবি করেছেন মালয়েশিয়ার একজন মন্ত্রী।
গত অক্টোবরে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি গোপন আস্তানায় অভিযান চালায় মার্কিন এলিট ফোর্স। সেই অভিযানে কোমরে বাঁধা বিষ্ফোরকের মাধ্যমে আত্মঘাতী জন আইএস-এর সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদি। কিন্তু তারপরও জঙ্গিগোষ্ঠীটি তাদের জিহাদি মনোভাব থেকে সরে আসেনি বলে জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আশিয়ানের এক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মাহাথিরের মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াছিন বলেন, বিদেশ থেকে আইএস যোদ্ধাদের দেশে ফেরা, অনলাইনে মৌলবাদী কার্যক্রমের বিস্তার ও লোন উলফ হামলার ব্যাপারে সার্বক্ষণিক নজরদারি করছে তার দেশ।
মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামাকে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন বলেন, ‘আমরা বিশ্বাস করি আল বাগদাদির মৃত্যু জঙ্গি সংগঠন আইএসকে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার এক নতুন অধ্যায়ের দিকে ধাবিত করবে। সিরিয়া এবং ইরাকে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা বেশিরভাগ এলাকায় পরাজিত হওয়ার পর এখন নতুন ঘাঁটির খোঁজে নেমেছে।’
তিনি জানান, মালয়েশিয়া গত ছয় বছরে ইসলামিক স্টেটের অন্তত ২৫টি পরিকল্পিত হামলা প্রতিরোধ করেছে। এছাড়া বিভিন্ন অভিযানে আটক করেছে ৫১২ জনকে। যারা সবাই ইসলামিক স্টেটের সদস্য। ২০১৬ সালে জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আইএস সিরিজ হামলা করার পর থেকে মালয়েশিয়া ‘হাই অ্যালার্ট’ রয়েছে।
এছাড়াও ওই বছরেই মালয়েশিয়ার হামলা করে আইএস। রাজধানী কুয়ালালামপুরের অদূরে ২০১৬ সালের জুনে একটি বারে গ্রেনেড হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠীটি। সেই হামলায় আটজন আহত হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো মালয়েশিয়ার মাটিতে নিজেদের উপস্থিতির কথা জানান দেয় তারা।
গত আগস্টে ব্যাংককে আসিয়ানের আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন চলাকালীন পৃথক তিনটি স্থানে ছয়টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে চারজন আহত হয়। প্রসঙ্গত, আসিয়ানভুক্ত ১০টি দেশ হলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনেই দারুসসালাম ও থাইল্যান্ড।
এসএ/জেআইএম