গাজীপুরে বিশ্ব হার্ট দিবসের র‌্যালি


প্রকাশিত: ০৭:২৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গাজীপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে গাজীপুর ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস। ডা. ইউনুস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. চন্দন কুমার, আমির হোসাইন রাহাত, অ্যাডভোটেক আলাউদ্দিন হোসেন, মুক্তিযোদ্ধা সাইয়েদুল হক মোল্লা প্রমুখ।

সভায় জানানো হয়, বিশ্বে প্রতি বছর এ রোগে এক কোটি ৭৩ লাখ লোক মারা যাচ্ছে। দিন দিন এ সংখ্যা বাড়ছে। ২০৩০ সালের মধ্যে বছরে দুই কোটি ৩০ লাখ লোক এ রোগে মারা যাবে। ধূমপান হৃদরোগের একটি অন্যতম কারণ। পরোক্ষ ধূমপানের কারণে প্রতি বছর প্রায় ছয় লাখ অধূমপায়ী ও শিশুর মৃত্যু হয়।

মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।