ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ `এ` দল


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

ভারত সফরটা ভালো হল বাংলাদেশ `এ` দলের। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে প্রথম তিনদিনের ম্যাচ হারের পর এবার ভারত `এ` দলের বিপক্ষে ইনিংস ও ৩২ রানের পরাজয়ের লজ্জায় পড়লো মুমিনুল-নাসিররা।

মঙ্গলবার তৃতীয় ও শেষ দিন ২ উইকেটে ৩৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামার পর শুরুটা ভালোই করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক ও লিটন দাস। এই দুজন বাংলাদেশের রান ৮২ তে নিয়ে যান। তবে এরপর অভিমন্যু মিথুন, ঈশ্বর পাণ্ডে ও জয়ন্ত যাদবের বোলিং তোপে পড়ে ১২০ রানে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

১২০ রানে সপ্তম উইকেটের পতনের পর সাকলাইন সজিব ও শফিউল ইসলাম মিলে ৩০ রানের জুটি গড়ে দলকে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ১৫০ থেকে ১৫১- এই ১ রানের ব্যবধানে সাকলাইন ও জুবায়ের সাজঘরে ফিরলে এবং রুবেল হোসেন ইনজুরির কারণে মাঠে নামতে না পারায় ইনিংস ও ৩২ রানের লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মুমিনুলদের।

ভারত `এ` দল তাদের প্রথম ইনিংসে মাত্র  ৮৬.১ ওভারে ৫ উইকেটে ৪১১ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ গুটিয়ে গিয়েছিল ২২৮ রানে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।