ভারতে নৌকাডুবে নিহত ৫০


প্রকাশিত: ০৭:০০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

ভারতের আসামের কলোহি নদীতে একটি ইঞ্জিন চালিত নৌকাডুবে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। রোববারের এ দুর্ঘটনায় আরো অনেকেই নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় এক কর্মকর্তা জানান, কলোহি নদীতে দুই শতাধিক যাত্রীবাহী নৌকাটি একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। এ ঘটনার পর অন্তত ১৫০ জন যাত্রী নদী সাঁতরে তীরে আসলেও বাকীরা নিখোঁজ হয়। পরে ৫০ জনের লাশ উদ্ধার করা হয়।

কামরূপ জেলার ডেপুটি কমিশনার বলেন, কতজন যাত্রী নিহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

কলোহি নদী ব্রহ্মপুত্র নদের উপনদী।চলতি মৌসুমে আকস্মিক বৃষ্টির কারণে  নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।