‘কারাগারেই মারা যেতে পারেন জুলিয়ান অ্যাসাঞ্জ’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৯

মার্কিন গোপন গোয়েন্দা নথি ফাঁস করে বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কারাগারেই মারা যেতে পারেন। ব্রিটেনের কড়া নিরাপত্তাবেষ্টিত একটি কারাগারে বন্দি অ্যাসাঞ্জের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় এই আশঙ্কা প্রকাশ করে একটি খোলা চিঠি লিখেছেন ৬০ জনের বেশি চিকিৎসক।

গুপ্তচরবৃত্তির দায়ে দায়েরকৃত একটি মামলায় যুক্তরাষ্ট্র সরকার জুলিয়ান অ্যাসাঞ্জকে ওয়াশিংটনের হাতে তুলে দেয়ার দাবি জানিয়ে আসছে। অ্যাসাঞ্জ এই মামলায় লড়ছেন। ব্রিটিশ সরকার যদি উইলিকসের এই প্রতিষ্ঠাতাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়; তাহলে গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন আইনে ১৭৫ বছরের বেশি কারাদণ্ড হবে তার।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে লেখা চিঠিতে চিকিৎসকরা জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনের দক্ষিণ-পূর্বাঞ্চলের বেলমারশ কারাগার থেকে একটি বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন।

গত ২১ অক্টোবর লন্ডনের আদালতে হাজির করা হয়েছিল উইকিলিকসের এই প্রতিষ্ঠাতাকে। আদালত চত্বরের একাধিক প্রত্যক্ষদর্শী ও জাতিসংঘের বিশেষ দূত নীল মেলজার অ্যাসাঞ্জকে কারাগারে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন। তাদের এমন পর্যবেক্ষণের পর চিকিৎসকরা সোমবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে অ্যাসাঞ্জের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন।

জাতিসংঘের স্বাধীন এই মানবাধিকার বিশেষজ্ঞ বলেছেন, অ্যাসাঞ্জের প্রতি অব্যাহত স্বেচ্ছাচারিতা ও নিপীড়নের মূল্য শিগগিরই তার প্রাণের বিনিময়ে দিতে হতে পারে।

আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের ব্যাপারে ২০১০ সালে মার্কিন গোপন গোয়েন্দা নথি ফাঁস করে আলোচনায় আসেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেই সময় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে তৎকালীন ক্ষমতাসীন মার্কিন সরকার।

১৬ পৃষ্ঠার ওই চিঠিতে চিকিৎসকরা বলেছেন, আমরা মেডিক্যাল চিকিৎসক হিসেবে জুলিয়ান অ্যাসাঞ্জের শারীরিক ও মানসিক অবস্থার ব্যাপারে মারাত্মক উদ্বেগ প্রকাশ করে এই চিঠি লিখছি।

এতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাসাঞ্জের প্রত্যর্পন মামলার শুনানি চলবে। এই দীর্ঘ সময়ে তার স্বাস্থ্যের ব্যাপারে আমাদের গভীর উদ্বেগ আছে। অ্যাসাঞ্জের শারীরিক এবং মানসিক অবস্থা মূল্যায়নের জন্য জরুরি ভিত্তিতে বিশেষ মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

চিঠিতে তারা লিখেছেন, এ ধরনের জরুরি পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা এখনও পাননি জুলিয়ান অ্যাসাঞ্জ। সম্প্রতি তার স্বাস্থ্যের ব্যাপারে যেসব তথ্য পাওয়া গেছে তাতে আমরা আসলেই উদ্বেগে রয়েছি। অ্যাসাঞ্জ কারাগারেই মারা যেতে পারেন। এই মুহূর্তের তার জরুরি চিকিৎসা দরকার। হারানোর সময় নেই।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সুইডেন, ইতালি, জার্মানি, শ্রীলঙ্কা এবং পোলান্ডের ৬০ জনের বেশি চিকিৎসক এই খোলা চিঠি ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন।

সূত্র : এএফপি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।