মিনা দুর্ঘটনার জন্য আইনগত ব্যবস্থা নেবে ইরান


প্রকাশিত: ০৪:৪১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

সৌদি আরবের মিনায় শত শত হাজি হতাহতের ঘটনায় দেশটির বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

নিউ ইয়র্ক থেকে ইরানের টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আইআরআইবি। সেইসঙ্গে মিনার মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইরান।

গত ২৪ সেপ্টেম্বর হজের শেষ পর্যায়ে মিনায় প্রতীকি শয়তানকে পাথর মারার সময় সেখানকার কয়েকটি গেইট হঠাৎ বন্ধ করে দিলে প্রচণ্ড ভিড়ের চাপে শত শত মানুষ হতাহত হন।

সৌদি আরব বলছে, ৭৭০ জন নিহত হয়েছেন। কিন্তু ইরানের হজ সংস্থা বলেছে, প্রায় ২,০০০ হাজি নিহত হয়েছেন। এর মধ্যে ইরানের হাজি নিহত হয়েছেন ১৭০ জন। এছাড়া, হাসপাতালে রয়েছেন ৪৬ জন আর নিখোঁজ রয়েছেন এখনো ২৯৮ জন হাজি।

জাওয়াদ জারিফ জানান, সৌদি আরবে নিযুক্ত ইরানের কনস্যুলার কর্মকর্তাদেরকে আহতদের কাছে যেতে দেয়া হয়নি যা আন্তর্জাতিক সমস্ত রীতিনীতির লঙ্ঘন।  

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।